সমভূমির সন্ন্যাসীদের
পর্বতে ভীষণ পাদুর্ভাব,
সুখের খোঁজে স্বার্গারহন
সিদ্ধির শৃঙ্গ বড়ই অভাব।


শেরপা হতে সৈকত ও চায়
শৃঙ্গ জয়ের শিরোপা নিতে,
ভিড়ে ঠাসাঠাসি ভিরমি খায়
নশ্বর দেহ অবিনশ্বর হতে।


আমোদের জন্য আকাল শৃঙ্গ
তবু মাকাল খোঁজে মানুষ,
উৎসব উন্মত্ততায় চড়াই উতরাই
হামেশাই হরণ করে আনন্দ খুশ।


হর্ষ করে সদা হড়কা বানে,
মেঘ ভাঙ্গা বৃষ্টির মৌসুমে,
কেন এতো কাঙ্গাল মানুষ
পাহাড় খুঁজে প্রানের দামে।
                --------- রঞ্জন গিরি।