বিদ্বেষ ভুলি শুভ বিজয়ায়
আলিঙ্গনে অতিথী হই,
মধুর বচন ও মিষ্টান্ন দানে
আপন করে অপরে লই।


স্নেহ, শ্রদ্ধার সিঁদুরের খেলা
অহমিকা নাইতো আজ,
অবাধ আত্মীয়তায় আপন
দীন,হীন,রাজা মহারাজ।


সু-স্বাগতম সুধী হে তোমায়
আজ দশমীর দুয়ারে এসে,
অমোঘ আনন্দ আর উল্লাসে
যাও জন জোয়ারে ভেসে।


বিদায়ের বেলা বিষাদের সুর
আজ বিদারিত করে বুক,
আসছে বছর আবার এসো মা
সঙ্গে লয়ে সমুদ্র সম সুখ।
             -------- রঞ্জন গিরি।