শুভ নৱমীতে হও নরোত্তম
কোমল কমল সম,
অন্তঃপুরের অশুভ অসুরে
নাহি তারে কভু ক্ষম।


হিতের জন্য হিয়া মজুক
প্রীতিই বানাবে প্রিয়জন,
ব্রাহ্ম জ্ঞানে ব্রহ্মাণ্ড তোমার
সূত হলেও তুমি স্বজন।


শাস্ত্র পাঠে শাস্ত্রঞ্জ সে নয়
রাতুল রপ্তানি জ্ঞানে,
মনুষ্য বলি মনুষ্যত্ব লাভে
ধ্যানস্থ হও সু-কর্ম ধ্যানে।


তোমার উদার চিত্ত উন্মুক্ত হৃদয়
প্রাকৃতিও পড়বে প্রলোভনে।
তুমি হেথা অনাদিতে অনাতিকাল
রহিবে বাঁচিয়া নীরব রণাঞ্জনে,
                ---------- রঞ্জন গিরি।