বিন্দু থেকে সিন্ধু হবে
                নিজ কর্ম গুনে,
বদগুনে বিসর্জন হয়
             কাঙ্গাল হয় ধনে।


আড়ি করে সিঁড়ি সদা
           চায় কর্মের পদচিহ্ন,
হাঁটে যদি শটের পা
       পিছলে পড়ে নিঃচিহ্ন।


দুর্গন্ধে বন্ধে আতর
            সামান্য সময় স্বস্তি,
চিরস্থায়ী বন্দোবস্ত
             তাতে না হয় মস্তি।


জড়ো বাক্য আঢ় ভীষন
             বড় হতে দেয় বাধা,
তার লাবন্যে লোক হাস্য
               ভাবে ভীষন গাধা।


এক থেকে একশত
               শ্রদ্ধা সবার পাবে,
কোটি থেকে অধোগতি
                 শ্রদ্ধা যাবে উবে।
           -------- রঞ্জন গিরি।