তোর নয়নের কাজল নজর ঘোরাতে
অলংকারে করিস অহংকার,
তোর মুচকি হাসি মন ভোলাতে
আর পারবিনা সখী বারংবার।
মুচকি হাসি.......................
তোর মিষ্টি কথা মধুর জানি
তোর আচার বড়োই অচেনা,
তোর চলন চালে চমক আছে
তাতেই লাগে মোর ভাবনা।
তুই রূপ দেখাতে পরিস রঙ
পরী সাজতে পোষাক বাহার।।
মুচকি হাসি.........................
তুই রামধনু রঙে রাঙিয়ে কেশ
হাওয়ায় উড়িয়ে চলিস চুল,
ঠোঁট রাঙ্গিয়ে লাল ঠুলি পরাস
তাই তোরে চিনতে করি ভুল।
ঠকাস মোরে ঠাট বাটে তুই
সোহাগ করে করিস সংহার।।
মুচকি হাসি......................
           ------- রঞ্জন গিরি।