ওগো  নীল  শাওনী ,  সৌদামিনী
           কাজলা  বসন  ওড়াইও  না ,
লাগে  ভারি ,  তব  সারি
           আঁখির  পলক  পড়েনা ।
মেঘের কৃষ্ণ  বরণ , সঙ্গে চলন
          সে  যে  ভোলা  কভু  যায়  না ।।


প্রিয়া  মোর  মান  করেছে ,
              তব  পানে  চাই  বলে ,
মোর  অঙ্গ  দোলে , নৃত্য  তালে
              গীত  শুনবো  তরু  তলে ।
মোর  সজনী  মিছে , তোমায়  দূষে
              মোর  হিয়া  কভু  চায়  না ।
মেঘের কৃষ্ণ  বরণ ,সঙ্গে চলন
          সে  যে ভোলা  কভু  যায়  না ।।


মোর  পুলক  জাগে ,  পরশ  লাগে
              তব গুরু গম্ভীর গর্জনে,
ইন্দ্র  জালে ,  ভুবন  ভোলে
              তব  আলোক  রঞ্জনে ।
ভুলবো নাতো , আছে  কতো
                      তব  শ্রীর  বর্ণনা ।
মেঘের কৃষ্ণ  বরণ , সঙ্গে চলন
              সে  যে  ভোলা  কভু  যায়  না ।।
                   __________   --  রঞ্জন  গিরি ।