আহারে হোক আবদার
শিক্ষা নয় শাসনে,
কর্মে থাকুক কর্তব্য
বন্ধুত্ব থাকুক রমণে।(ক্রীড়া)


চমৎকার হোক চিন্তা
ভালবাসায় থাকুক ভাব,
মতান্তর নয় মনুষ্যত্বের
সৎ স্বাভাবিক হোক স্বভাব।


চতুর্য্যতায় চলন নয়
বলনে নয় বাতুলতা,
সুধী হোক সমালোচক
উত্তম পাক উজ্জ্বলতা।


ব্যসনের আসুক বন্ধু
মানবিক হোক মুখ,
বৈভবে নয় বিভাজন
সৌম্যতায় আসুক সুখ।
             -------- রঞ্জন গিরি।