পিতা সত্য মাতা সত্য
সত্য চন্দ্র, সূর্য্য,
বায়ু সত্য বহ্নি সত্য
সত্য আর্যর শৌর্য্য।


পূর্ণেন্দু অর্থে পূর্ণিমা সত্য
সত্য জোৎস্নার আলো,
অমাবস্যার আঁধার সত্য
সত্যও কালের কালো।


ধরণী সত্য ঘরণী সত্য
সত্য মানুষ, মাটি,
জল সত্য জঙ্গল সত্য
সত্য বসত বাটি।


দর্শন সত্য বর্ষণ সত্য
সত্যকে ঈশ্বর মানি,
আলো সত্য আঁধার সত্য
সত্যই মহা ঞ্জানী।


সত্যের সত্য চির সত্য
যুগ সত্য জানি,
সত্য আহরণে সৌন্দর্য্যে সত্য
সত্যে দূর হয় গ্লানি।
              ---------- রঞ্জন গিরি।