সুজন সখার ওজন ভারী,
তাঁর ওজন বইতে কূজন নারি।
সুক্তিতে যেমন মুক্তো থাকে,
সে মুক্তো হৃদয়ে উন্মুক্ত রাখে।
তাই সৃজন লোকে সুজনে চায়,
সুজন বলে দেয় সৃজনের উপায়।
বিশ্ব মানের অবিশ্বাস্য শস্য সুজন,
তাঁরে বিভৎসতায় ভাসায় কূজন।
লোকমান্যতায় ধন্য হয় সেতো,
চোখের খচখচানিতে কূজন হত।
তাই ঢোল বাজিয়ে গোল দিতে চায়,
বদনামের কালি দেয় সুজনের গায়।
সুজনের স্পর্শে সদা শক্তি বাড়ে,
কুজনের সঙ্গ নিলে ডুবে তিমিরে।
সুজনের হৃদয় সদাই অমৃত তরল,
কুজনের বিষাদ মনে ঘিরে গরল।
                 --------- রঞ্জন গিরি।