সুখের সন্ধান পেতে
           সুন্দরে সোহাগ করো,
সমাজে সাফল্য পেতে
              সুজনের হাত ধরো!
সামান্য স্বার্থের লাগি
            সাপ শা‌‌প কেন দাও?
সমস্যার শিকল খুলে
               সমাধানে সুখ নাও!
সাথী হয়ে সাথে চলো
               সততার শ্রী'র পথে,
সজল সলিল খানা
              সবুজের রবে সাথে।
সাধনায় সিদ্ধি পাবে
                 সাধনার সৎ গুনে,
সাধুসঙ্গ সৎ গুরু
              সুখেরই স্বাদ জানে।
সুর আসে অসুর যায়
            সাহসিকতা সারা হলে,
সুখের এই সারমর্ম
              সুবোধ সাদরে গিলে।
               ........... রঞ্জন গিরি।