সুখ খুঁজলে সুখের ঘরে
কভু সুখ না পাওয়া যায়,    
সুখ কখনো দেবে না ধরা
জ্বললে পরের সুখ ঈর্ষায়।
সুখটা যে হয় জলের মতো
ওতো সদা নিম্ন দিকে ধায়,
তাঁতালে তারে বায়ুর মতো
সেতো আকাশে উড়ে যায়।     
নম্রতা,ধীরতা,বিবেক মনুষ্যত্ব
এঁরাই সুখ বয়ে আনে মনে,
উগ্রতা,হিংস্রতা,অহং বৈভব
দুখের প্রাচীর গড়ে সুখ সনে।
সুখটা হয় সুন্দরের প্রতীক
তাকে ঘিরে থাকে শুদ্ধতা,
নোঙ্গরা মনের বাঁকা চোখে
সে যে সুখের হারায় পবিত্রতা।
সুখ হয় সদা পাতার আগুন,
তারে উসকে দিলে ভীষণ বাড়ে,
বেশী সুখের আশায় ঘি ঢাললে
সুখী মরে সব সুখ যায় পুড়ে।
সুখটা হয় পেঁজা তুলো
সে যে হাল্কা হওয়ায় ভাসে,
আয়লা কিংবা হ্যারিকেনে
কভু সুখ না থাকে পাশে।
কিছু সুখ আছে ঈশ্বরের হাতে
সদা যেটা তিনি করেন দান,
যেটা নয় সেটা পেয়ে অধম
আনন্দে করে সুখ স্নান।
সুখ সুখ চাই বলাই বৃথা
কিছু সুখ আসে কর্ম গুনে,
ভালো মনে ভালো কাজ কর
সুখও শান্তি পাবে নিষ্পাপ মনে।
             ------------- রঞ্জন গিরি।