শূন্য নিয়ে আসলাম ভবে
শূন্য নিয়ে তো করবো শেষ!
তবে এতো কেন জারিজুরি
কেন করি এতো হিংসা দ্বেষ!
শূন্য নিয়ে -------------করবো শেষ।
মরণ ফাঁদতো পাতাই আছে,
জীবনটা ঘুরেতো তারই কাছে।
কখন যে গলে ফাঁস আটকাবে
তখন সব খেলার থামবে রেশ!
শূন্য নিয়ে ------------- করবো শেষ।
থাকবে শ্বেত পাথরের অট্টালিকা,
স্ব যতনে রাখা ওই কোটি টাকা।
গোর কিংবা শ্মশানে হবে রে ঠাঁই
ওই সোনার অঙ্গের না রবে লেশ!
শূন্য নিয়ে ------------- করবো শেষ।
                    -------- রঞ্জন গিরি।