কর্ম যদি কাঙাল হয়
কর্তব্য কর্মে কলঙ্ক রবে,
ভিক্ষার অন্ন ভোজন করলে
ভিক্ষুক সেজে ভিরমি খাবে।


ধর্ম যদি বেচ ধাগা বেঁধে
ধর্ষণ হবে ধাপ্পার কাছে,
স্বাধীনতার সুখ সালুক-সূলুকে
সারা জীবন সানীপাতে বাঁচে।


দান পেতে পেতে দাসু সেজে
দলমার দয়া পড়বে গায়,
দরদী মনটা তখন দানব হবে
দাগ দোসর আঁধার ছায়ায়।


পাপীর পানুই করলে মাথায়
পাপ পলিতে পরান শেষ,
সংসার সাগর সালুক বন
স্নিগ্ধহীন জল শীতল দ্বেষ।


লোভ লালসায় লালিত্য মরে
লাবণ্য মরে লজ্জাহীনে,
সংযমহীনে শ্রী'র শ্রী মরে
সৌম্যনস্য হারায় স্বভাব গুনে।


বিবেক বুদ্ধির বন্ধ্যত্ব ঘটলে
বিপর্যয়কামী হয় বিষ্ণুলোক,
উত্তমতা উৎকৃষ্টতা হারিয়ে
নিদ্রাহীনতায় আসে উন্মাদ রোগ।
                  -------- রঞ্জন গিরি।