স্বপ্নে এলো এক রঙ্গিন জগৎ
                    লাগছে ভীষন মজা,
সেথা প্রজার কাঁধে কাঁধ মিলিয়ে       
                   রাস্তায় বেড়ান রাজা।


মন্ত্রী মশাইর দাঁত পড়ে না
                    বালি মেশান খুদে,
বাসমতির ভাত খায় পাঁড়ে
                        মুখটি ধুয়ে দুধে।


কেহ রাজনীতি করেনা সেথা
                         বসে রান্না ঘরে,
ঘরের বৌ'টার মান কাড়ে না
                      মাথার বেনী ধরে।


সঠিক শ্রমে শ্রমিক মানুষ
                   মনিবের তুলে বাড়ি,
সৎ কথায় ভুবন ভরায়
             চোর করেনা নেতা গিরি।


নাম ফোটাতে দান না করে
                সেথা বিজ্ঞাপনের ত্বরে,
মরে না কেহ সেই দেশেতে
                  শুধু চাঁদার অত্যাচারে।


টাটা,বিড়লা করে নিমন্ত্রন
                      না করে উদর সেবা,
দরিদ্র নারায়নে অন্ন দানে
                       কৃপন সাজেন দেবা।


সেথা পরের মন্দে হয়না খুশি
              অন্যের সুখে না জ্বলে হাড়,
কানের মধ্যে বিষ না ঢালে
                   ভাঙ্গতে সোনার সংসার।


গরীবকে দেখে আমির লোকে
                   তাঁদের না করে পরিহাস,
খুদা ঢাকতে একাদশীর ছুতায়
                      সেথা করেনা উপবাস।


ভাতৃত্ব বিরোধ না লাগায় সেথা
                      কেহ আখের গোছাতে,
সেথা সহানুভূতির দাম না চায়
                         কেউ অশ্রু মোছাতে।
                 --------- রঞ্জন গিরি।