শক্ত কাজের
ভক্ত পাওয়া
নয়তো ভীষণ সোজা,
ব্যস্ত যুগে
মস্ত সুখী
বৃথাই মানুষ খোঁজা।


নরমের উপর
গরম দেখাতে
অনেক লোকে পারে,
ক্রোধ ঘোচে
বোধ জ্ঞানে
সাম্য বিবেক বিচারে


সুখ কেড়ে
দুঃখ দেওয়ার
লোকের অভাব নেই,
টুঁটি কেটে
পুঁটির মতো
সমাজ মারে খাঁটি মানুষেই।


গাঁটের পয়সা
হাটে বিলায়
বিনা স্বার্থে কে?
পার্থ  ও
স্বার্থ খোঁজে
তিনি পূজা পান যে!


পেটের ভাত
ছেঁটে ফেলে
ভূখায় কেবা দেয়?
ধনীর দেশে ও
শনি এসে
ক্ষুদা প্রাণ নেয়!


সাদা লোকও
দাদা সেজে
নাই কাদা ঘাঁটে!
যোগ করে
ভোগ চায়
তাই হিসেব করে হাঁটে।


চটি পরলে
পাঁঠি ভাবে
অনেক শহুরে বাবু,
উগ্রতায় ওদের
যোগ্যতা যায়
খায় অজ্ঞতায় হাবুডুবু!
           ------- রঞ্জন গিরি।