আমরা জনতা জনার্দন,
চৈতন্যতে চাই ভর্তুকি ধন।
শ্রী খেয়ে সরকার গড়ি,
বিনা শ্রীতে সিংহাসন কাড়ি।
দেশের দশা জানার দরকার নাই,
আমারটা হলে আর কি চাই?
শুধু ভর্তুকির শ্রী শ্রী চাই,
দু'হাত ভরে শ্রী যেন পাই।
শিশুশ্রীটা সেরাতো চাই,
গুঁড়ো দুধ আর নরম খই।
দুধের বোতল সূতির জামা,
হাগিসটাও না চাই কমা।
দোলনাটাও দামী চাই,
জন্মদিনে কেক যেন পাই।
কাঁদলে শিশু খেলনা চাই,
স্নো পাউডার ভালো দাই।
এমন-ই চাই মোদের শিশুশ্রী,
কৈশোরও না চাই বিশ্রী।
করুণা চাইনা কৈশোরশ্রীতে,
কেরামতির ক্যারাম চাই ফ্রিতে।
খেলাধুলার সরঞ্জাম পেতে,
ভর্তুকিতে যেন পাই শ্রীতে।
মোবাইল চাই পুরো ফ্রিতে,
ডাটা পাই যেন শ্রীর শ্রীতে।
শুধু বিদ্যাশ্রীতে নয়তো খুশি,
পালানোশ্রীতে খুশি হতাম বেশি।
জৌলুস চাই যৌবন শ্রীতে,
সূরার বোতল চাই ভর্তুকিতে।
ভ্রমনশ্রী দিও ঘুরবো দেশ,
তফিলশ্রী দিলে জমবে বেশ।
মোদের স্বপ্নশ্রী চাই সুশ্রী মনে,
ভোটশ্রী দেব সব জনগনে।
আর্থিক মন্দায় মরুক দেশ,
আমরা শ্রীশ্রীতে থাকবো বেশ।
দানে স্নান করবো মোরা,
ছুটবে দেশের বিকাশ ঘোড়া।
দানের শ্রীতে তোষক কিনে,
থাকবো শুয়ে ঘরের কোণে।
দেশের দু'টাকাশ্রী চাল খেয়ে,
আলসে হয়ে থাকবো শুয়ে।
মোদের কর্ম করে কি লাভ হবে,
ফাউ শ্রী পেলে জীবন চলে যাবে।
শুধু গা ঝড়বো ভোটের সময়,
ভোট পাবে সে,যে থাকবে শ্রীময়।
শ্রীহীন হোক সর্বশ্রীর দেশ,
স্বার্থশ্রী নিয়ে মোরা থাকবো বেশ।
বছরে বছরে ভোট হোক,
নেতাশ্রী করুক সুখ ভোগ।
বড়ো শ্রীতে থাকুক নেতা খুশি,
ছোট ছোটো শ্রী মোরা ভালোবাসি।
                      --------- রঞ্জন গিরি।