টিকিধারি এক টাকলু বাবা
                   ট্যারা চোখে চায় পথে,
টিপাটিপি চোখে টুপভুজঙ্গ
                   এযোকে চাপায় রথে।


টিকিতে বেঁধে টিকরি ফুল
                  বাবা টইটম্বুর খুশি মনে,
টিকারা বাজায় টোড়ী রাগিনী
            দেয় বিষ মন্ত্র এযোর কানে।


টিপ কিনে নারী টিপ সইয়ে
                   এযোবতী থাকার জন্য,
টিপ্পনী কাটে টিকিধারি বাবা
                      ভাবে বাজারের পন্য।


টিকরি মাপে ভালোবাসার দাম
                        দিতে চায় টিকিধারি,
টিক লাগায় সারাক্ষন শুধু সেতো
                    যত আছে ছিনালি নারী।


টিকিট কেটে ওই টাকলু বাবার
                    বাবার দর্শনে পড়ে ভিড়,
টিনটিনে চোখে টাকাকড়ি নিতে
                  ললুপীতে করে কিড়মিড়।
               --------- রঞ্জন গিরি।


[কিছু আঞ্চলিক ভাষা ব্যবহার করেছি ]