আঃ!
কি খাওয়াচ্ছে জনপতি জগতধাত্রী
উল্লাসে উদর ফুলে উঠে,
শিলান্যাস, আর শ্রী খেয়ে খেয়ে
শ্রীমানের লোভ লেগেছে ঠোঁটে।


টক্কর হয় শিয়ানে শিয়ানে
টাক মাথা রোদে ফাটে,
টালি কিনতে টোকিও যায়
টমি পাহারায় থাকে ঠাঁটে।


ভাত নেই ভাতের হাঁড়িতে
বাসমতি যায় বিদেশ,
বাসন মাজতে বিদেশি সাবান
বাবুরা বলেন বাঃ বাঃ বেশ বেশ।


ঝাড়ুদারের পদ ঝাপাতে ঝাঁপি
ঝাল দেয় মোটা টাকা,
মেধার গরীব ছা গাধা হয়ে বসে
মাঝ পথে খায় ধোঁকা।


শিক্ষায় শ্রী সমুদ্রের ওপার
সীমাহীন ভাবে নাচে,
শিক্ষিত বেকার শ্বাস নেয় দেখি
মুড়ি, বিরি,বিড়ি বেচে।
                --------- রঞ্জন গিরি।