ভাষণে ভাস্করের উদয়
ভাবে হাবে মহত্ব ছোটে,
কর্মে কাক পিছু না ছাড়ে
কর্তব্য ফলে শ্মশান ঘাটে।


গোসল সারে গঙ্গা জলে
গায়ত্রী মন্ত্র করে জপ,
রাতে মদ-মাংস রং মশলা
রমণীর সহিত গায় পপ।


নেড়া মস্তকে নিরামিষ ভোজী
নেংটা হয়ে গাঁজা টানে,
বেশ্যা গৃহে বৈষ্ণব সেজে
বেহাগ রাগে মজে রণে।


স্বজন শোকে সাগর বহে
সবংশ কেঁদে বসায় হাট,
বকরি ধরে বিরিয়ানি রেঁধে
বসার ঘরে বানায় চাট।


ঝাণ্ডা ধরে ঝোলা কাঁধে
ঝাল কথায় ভিখ মাগে,
টানের সংসার টিনের ঘর
টাকা অঢেল টোকিও ভাগে।


ছেঁড়া জামায় ছত্রিশ কোটি
ছাতিম তলায় করে বাস,
চটি পরে চটকদারী ভাঁওতে
চাঁদের হাটের ধরে রাশ।
---------- রঞ্জন গিরি।