তরীর তলীর যে ধরেছে ফাটল
তলিয়ে যাবে তো একদিন,
মোর সাধের স্বপন ভাঙবে তখন
ফিরবে না আর কোনদিন।


ঢুলির মতো ঢেউয়ের ঝাপটা
ঢাকের মতো বাজায় পিঠে,
তা সইতে না পেরে বইতে নারি
মোর হৃদ মন্দির যাবে টুটে।


গভীর গাঙের গহীন আঁধার
গস্তানি করে যমের যম,
সে ঘাড় মটকে জীবন চটকে
দেহের বার করবে দম।


দাঁড়ের দড়ির তো দল কমেছে
দ্রুত হয়েছে তার ক্ষয়,
সে জলের তোড়ে যাবে ছিঁড়ে
জীবন হবে আঁধার ময়।


সব আশা সবাই ছাড়বে রে হায়
মোর শব হবে যখন দেহ,
মায়ার বাঁধন তাঁরা কাটবে তখন
মোরে ছুঁবে না আর কেহ।
              --------- রঞ্জন গিরি।