থালা বাজিয়ে আলা ছাত্র
থাকলো লেখাপড়া,
থাই বাজিয়ে ধেই ধেই করে
থামে মানুষ গড়া।


থামি সবাই ফাঁকি দিয়ে
থাপ্পড় খাই গালে,
থালা হাতেতো বেলা যায়
থাসে শিক্ষা চলে।


থামাল গড়ন কামাল শিক্ষা
থামায় গোড়া পত্তনে,
থাম বানাতে যায় আমরক্ত
থাপক হাঁপায় শয়নে।


থাবড়া মুখে আঁপড়া জমে
থাবা বসায় মাছি,
থান ইটে নিজের প্রান দিতে
থাপড়ে বসে আছি।
           --------- রঞ্জন গিরি।