ঠিকা নিয়ে ঠিকাদার
          সরকারি কাজ করে,
ঠিকঠাক ভেজাল দিতে
          বড় নেতার হাত ধরে।


ঠিকর বুদ্ধি ধরে সে
         নেতায় দিয়ে উৎকোচ,
ঠিকানা তাঁর নেতা বাড়ি
          করে সেথা ঝাড়পোঁছ।


ঠিকা কুলির মজুরি
           কেটে কুটে রাখে সে,
ঠিকঠাক উৎকোচ
             নেতাকে দেয় এসে।


ঠিকুজিটা ঘেঁটে ঘুঁটে
              শ্রমিকে দেয় ফাঁকি,
ঠিলা বেঁধে অবশেষে
       শ্রমিক মোছে নিজ আঁখি।


ঠিকারির প্রতিবাদে
          ক্রোধে তাঁর গা জ্বলে,
ঠিকরে পড়ে অনলরাশি
        প্রতিবাদীর দেহ গলে।
               --------- রঞ্জন গিরি।


[কিছু আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে]