তিলক কেটে লন্ডনের নামে
তিলোত্তমায় না কারো খাটো,
তিমিরারি মোদের তিলোত্তমা
তিমির বলে না কারো ছোটো।


তিরিক্ষিতা নয় এই তিলোত্তমা
তিরস্কারও যে তাঁর পাওনা নয়,
তিলে তিলে গড়া কোলকাতার
তিতিষুতা তাঁর হৃদয়ে সদা বয়।


তিরপিত হয় সারা জগৎ ময়
তিলেক ঠাঁই নেই তাঁর কর্মে,
তিষ্ঠ তিষ্ঠ না বলে তাঁরে কেহ
তিড়বিড়ে সদা থাকেনা বিরামে।


তিলোত্তমা মোদের কোলকাতা
তিলক কাটতে না চাই লন্ডনের,
তিতিক্ষয়ের চাইনা পূর্ন শশী
তিলোত্তমা নয় মোদের বিবর্নের!
                 -------- রঞ্জন গিরি।