তিমিরারি তিমির বিদারী,
তিমিত নয়নে সে সুখ হেরি!
তিতিক্ষিত যৌবন আজি
তিয়াস মিটাইল রোশনা ধরি।


তিরপিত হইল তিরপূর্ণি,
তিমিরপুঞ্জ রচিলা বর্ণী!
তিতিক্ষয় নাশিল চিত্তের
তিলোত্তমা অখিল ধরনী।


তিক্ত লাঞ্ছনার ঘটিল উন্মেষ,
তিরোহিত হই ভূমে করিল প্রবেশ!
তিলখচ্চরের ওই দূর্বিন্বিত চোখ
তিরস্কৃত হইল সন্মান বিশেষ।


তিমির তিরস্করিনী উঠিল ভুবনে,
তিরোভূত হইল পাপ চলিয়া গহীনে!
তিস্তর তিনকাল চলিয়াছে এমনি
তিমিররিপুরে চায় সবে চির স্মরনে।
                 -------- রঞ্জন গিরি।