তীর্থ মোর
---------- রঞ্জন গিরি।
ভগবান খুঁজতে তীর্থ ঘুরি
গোপাল কপাল সঙ্গে পেতে,
দোরগোড়ায় বসে ভাগ্যলক্ষী
কড়ানাড়ে মোর দোসর হতে।


কর্মের ধর্মে নিষ্ঠা নাই মোর
তবে তীর্থ ঘুরে আর হবে কি!
প্রাণ পূজলেই প্রাণনাথ দর্শন
লাভ নেই পুড়ে আটমন ঘি।


দীনের যদি দিন আসে কখনো
দরিদ্র যেন মোর না হয় মন,
যদি তাঁর সুখে আমি সুখী হই
মোর বাসস্থান হবে বৃন্দাবন।


জন্মদাতা হয় মোর জগন্নাথ
তিঁনি জগৎ জেগে থাকেন বসে,
বিকাশ পেতে চাই না বিশ্ব ভ্রমন
পিতার স্পর্শে থাকে পৃথিবী পাশে।


জননী যে মোর জগন্মাতা
মোর ব্যথায় বিভ্রান্ত থাকেন সদাই
নিদ্রা হীনে তিঁনি নিশি জাগেন
তবে তীর্থ কি মোর কাছে নাই?
                  ---------- রঞ্জন গিরি।