তুমি হিংসে করে করবে কি?
মরণের পর কিছু আছে নাকি!
আমি ভালো আর ওঁরা খারাপ,
নিজের বিবেক নিজেকে দেয় শাপ।
জীবন্ত কবর না খোঁড় পরের তরে,
ওতে নিজে পা পিছলে যাবে পড়ে।
কখনো পরকে করোনা হেয়!
একদিন হয় সে সবার শ্রেয়।
পরকে গালি দেওয়া মন্দ কাজ,
নিজের রূঢ় ব্যবহার নিজের লাজ!
পরের যে কোন ভালো উপার্জন,
ঈর্ষা করলেই কাঁদবে মন।
পরের ঘায়ে নুন ছিটালে,
নিজেরই শরীর ভীষণ জ্বলে।
তুমি অকারণে নিন্দা করে,
নিন্দা নিও না নিজের ঘাড়ে।
তুমি সমালোচক হওয়ার আগে,
আত্মসমালোচনা যেন হৃদয়ে জাগে।
চির শত্রু ভেবেছ তুমি যারে,
সে তোমায় কি ভাবতে পারে?
যদি আঘাত দাও পরের মনে,
বুমেরাং হয়ে ফিরবে ক্ষণে!
সুখ,শান্তি যদি হয় তোমার ফসল,
দুঃক্ষ,কষ্টও তোমারই কর্মফল।
                    ---------- রঞ্জন গিরি।