ঢ্যমনা পনায়
ঢপের কথা,
ঢোক গিলে
ঢেঁড়শ মাথা।


হড়হড়ে ভাব
হড়কে যায়,
হাঁ করে নেতার
হুড়া খায়।


জাব করে খায়
জাবর কাটে,
জাবড়ে মুখ
জীবন টুটে।


ভাষণে বাতেলা
ভায়াদে মান্য,
ভাগাড়ে ছোটে
ভাগের জন্য।


শীত পড়লে
শাল দানে,
শীতল মনে
শয্যা টানে।


তবুও তোতা
তালি দেয়,
তাতাল হাতে
তালিম নেয়।
------- রঞ্জন গিরি।