তোর নয়ন ব্যাঁকা,ঘোমটা ঢাকা
তোর চলন বোঝা দায়,
তোর পিরিতি কেমন রীতি
সে বোঝে কোন জনায়।
তোর নয়ন ব্যাঁকা, ঘোমটা ঢাকা
তোর চলন বোঝা দায়।।


তুই সামনে বসিস,আমায় দেখিস
তুই নজর রাখিস কারে,
আমি মরি প্রেমে বরফ জমে
তুইযে উষ্ণতা দিস তারে।
মোর হৃদয় কাঁপে চিন্তা চাপে
আমি না পাই ভেবে উপায়।
তোর নয়ন ব্যাঁকা,ঘোমটা ঢাকা
তোর চলন বোঝা দায়।।


ওলো সুন্দরী চাঁদ,ভাঙ্গিস না বাঁধ
তুই যাসনে কোথাও আর,
মোর অন্তর পুড়ে, তোরাই তরে
তুই যে মোর খুব আপনার।
তুই যে মোর প্রেয়সী, হোস রূপসী
আর নেই কেউ তোর ন্যায়।
তোর নয়ন ব্যাঁকা, ঘোমটা ঢাকা
তোর চলন বোঝা দায়।।
             --------- রঞ্জন গিরি।