তুমি--
কভু জড় নও, জীবন্ত,
           তুমি--
জীবের প্রাণ,প্রাণবন্ত।


           তুমি--
হও উদ্ভিদ, উদ্দীপক,
           তুমি--
নও বিতন্ডার বিদূষক।


           তুমি--
হও নিরীহ নীরব সাক্ষী,
           তুমি--
হিংসুক,হিতার্থীর লক্ষী।


           তুমি--
সবার হৃৎপিণ্ড,হৃদয়ের,
           তুমি--
হও বিষহরি, বিষধরের।


           তুমি--
হও জাতক,জাহ্নবীর,
            তুমি--
হও স্বজনের সত্য পীর।


            তুমি--
মেঘ নও,তবু মেঘদূত,
            তুমি--
সবার ভবিষ্যৎ,নয় ভূত।


            তুমি-
অদূর অনাদির আগামী,
            তুমি--
নও দাম্ভিক, দম্ভে দামী।


            তুমি--
যে হও নির্বাক নিরুপম,
            তুমি--
হও বিশ্বাসী বীতকাম।
             -------- রঞ্জন গিরি।