যে আঁখির পাতায় কাজল নেই
তারে কি আর লাগে ভালো?
যার হৃদয় কোন প্রেম না জমে
সে জীবনে কি আর পেলো!
তুমি কি প্রিয়া তাঁদের দলে
      তাঁদের হয়ে পাখনা মেলো?


যে জন মন খুলেই হাসল না
সে কি জানে সুখের মানে?
যার বৈভব থাকে অহংকারে
মানুষ কি সে কভু চেনে?
দীনের প্রেম বুঝেকি সই
     দৌলতের ওই মানুষ গুলো?
তুমি কি প্রিয়া তাঁদের দলে
      তাঁদের হয়ে পাখনা মেলো?


যার হাসিতে না মুক্তো ঝরে
দাঁত নিয়ে তাঁর কিসের গরব?
কথায় যার নেই কোন মধুরতা
মানায় না তাঁর কথার পরব!
প্রেম অভিনয় করতে কি সই
            মুচকি হেসে মিষ্টি বলো?
তুমি কি প্রিয়া তাঁদের দলে
        তাঁদের হয়ে পাখনা মেলো?
                ------------ রঞ্জন গিরি।