সন্তানে,
সত্য শেখাও হারবে না;
স্নেহ দাও সে ভুলবে না,
অধ্যাবসায়ের উৎসাহে
মান ছিঁড়ে সে ফেলবে না।


তাঁর,
প্রশংসা করো সফলতায়;
উপহাস কখনো করোনা তায়,
ধৈর্য্য ধরো তাঁর ফলন পেতে
সুখ আসবেই জোয়ারের ন্যায়।


তাঁকে,
সন্দেহ কভু করিও না;
করিও মন্দ কাজের সমালোচনা,
শুধরাবেই সে যে আপনা হতে
কলঙ্ক গায়ে সে কভু মাখবে না।


তুমি,
শ্রদ্ধা জানাও শ্রদ্ধেয় জনে;
তোমায়, দেখে শিখবে সন্তানে,
তোমার বার্ধক্যতে বিবেক তাঁর
ডুকরে কাঁদবে মায়ার ধ্যানে।


সে,
তোমার শিক্ষা তোমায় দেবে;
যেমন শিখাবে তেমন পাবে,
সু-শিক্ষা যদি তাঁর ঢেলেছ গায়ে
সুন্দরতম সেতো হবেই হবে।
                  ---------- রঞ্জন গিরি।