তুমি প্রভু কাছে আছো
বেড়াই খুঁজে মন্দিরে,
নিশ্বাস তব নৈবেদ্য মোর
শেষ প্রশ্বাসে যাই মরে।
কেন তোমায় বেড়াই খুঁজে
        মন্দিরে আর মন্দিরে?
সুরভী লোভি সূর্যালোকে
সৌম্যকান্তি তব শৌর্য্যতায়,
শশীর স্নিগ্ধতা হৃদয়ে লয়ে
পবিত্রতা লোভি প্রাসন্নতায়।
তুমি প্রভু কাছেই আছো
শুধু কল্পনার ভরে যাই দূরে।
কেন তোমায় বেড়াই খুঁজে
            মন্দিরে আর মন্দিরে?
সলিল হীনা হয় কি জীবন
তরঙ্গে তোমার তড়িৎ বহে,
নিত্য-সত্যের নির্যাস ফেলে
অবিরাম অনিত্যে থাকি মোহে।
অম্লান অমরত্ব ঘুরে পিছে
তবুও অজ্ঞানতা ঘুরপাক খায়
                            অন্দরে।
কেন তোমায় বেড়াই খুঁজে
             মন্দিরে আর মন্দিরে?
              --------- রঞ্জন গিরি।