তুমি সুন্দর!তুমি সুন্দরতর!তুমি সুন্দরতম হে !
তোমার বক্ষে লভিয়া জনম সার্থক জীবন হে!


সূর্য্য-চন্দ্র-গ্রহ-নক্ষত্র রহিয়াছে তোমায় ঘিরে,
ওঁরা অলংকারে শোভা পায় তব হৃদয় মন্দিরে।
কত দেবতা-দানব আসিয়াছে হেথা
তোমারি রূপের মোহে!
তুমি সুন্দর!তুমি সুন্দরতর!তুমি সুন্দরতম হে!


সবুজ বনানী অঙ্গে জড়ায়ে হয়েছ অপরূপা,
পবনে উড়িছে মেঘ বেণী খুলিয়া দিয়েছ খোঁপা।
ষষ্ঠ ঋতু জড়ায়ে বুকে হয়ে মনোহরা মেদিনী
রাখিছ যে সস্নেহে!
তুমি সুন্দর!তুমি সুন্দরতর!তুমি সুন্দরতম হে!


সুবিমল আকাশ মিশেছে তব সুবিশাল মহাসাগরে,
নীল সাগর নীলাম্বরে মিলে থাকে সদা একাকারে!
সে যেন পরম আত্মীয় আত্মায় মিলে প্রেমর নিবিড়
উচ্ছাস তরঙ্গ বহে!
তুমি সুন্দর!তুমি সুন্দরতর!তুমি সুন্দরতম হে!
                       ------------ রঞ্জন গিরি।