উল্কা পড়ুক হাল্কা করে
দেখবো আমি একা,
চাইবো আমি হতে দামী
যাবেনা মোরে রোখা।


গর্বের সাথে চলবো পথে
আমি কুবের হলে ধনে,
মন্ত্রী নেতা দেশের হোতা
তখন সবারে নেব কিনে।


মেধায় আমি সিধা করবো
সবে জঙ্গী বানিয়ে রেখে,
যত ভালো করবো কালো
সব শিক্ষিত যুবায় ডেকে।


শুভ যোগের সুখ ভোগ
না দেব কাউকে ভাগ,
সুন্দরে সদা ছুঁড়বো কাদা
তাতে বসাবো কলঙ্ক দাগ।


আমার আমার সবটা আমার
যতই ভালো হোক বা মন্দ,
আমি বাদে সবে পড়ুক খাদে
তাদের লাগুক সবার দ্বন্দ।


নিজ স্বার্থর জন্য অর্থ চাই
সব অর্থ হীনে আজ ব্যর্থ,
আর অর্থের জন্য হবো বন্য
সব স্বার্থ করবো চরিতার্থ।
               -------- রঞ্জন গিরি।