উল্লুর মনে উল্লাস ভীষন
উলঙ্গ রাজার দরবারে,
উদগ্রীব ভাবে উদ্ভব ঘটে
উদ্ভট চিন্তা তাঁর অন্তরে।


বাছার আছে বিরল চিন্তা
বাসা বাঁধবে আকাশ জুড়ে,
বাঁশ দিয়ে তাই সিঁড়ি বাঁধতে
বাঁশ ভেঙ্গে মুখ থুবড়ে পড়ে।


মাড় খাইয়ে মানুষ মেরে
মোচ্ছব করে মাড়িয়ে দিয়ে,
মলম লাগিয়ে মানব প্রেমে
মাদুলী পরে ভূতের ভয়ে।
                -------- রঞ্জন গিরি।