অনির্বচনীয় অরণ্য এক
অর্বাচীন যত পশুর বাস,
লাবণ্য লুটে লোপাট করে
লালিত্যে ওরা করে গ্রাস।


শিকার করতে এক বাঘে
শিংধারী পশু বাঁধে জোট,
বাদাবন মাঝে শিঙ্গা ফুঁকে
বাঘের গায়ে করতে চোট।


হাওয়া বদলাতে হাঙ্গামায়
হালুম করে বাঘ খায় মাথা,
পেট পুরে পেস্তা না খেয়ে
পশুদের মনে লাগে ব্যথা।


পশুরাজও পথ খুঁজতে
পালের সঙ্গে পোঁদ ধরে,
পিঁপড়ের দল ঢপে পড়ে
পুঙ্গায় হুক্কা হুয়া রব করে।


খাঁচা বানায় খচ্চর খেচর
খাঁচায় পুরবে বাঘ রাজায়,
হাজার ফন্দি হাট মাতায়
হাতুড়ি পিটে কাঁসর বাজায়।


উন্মাদ পশুদের উল্লাসে
ঊষর হয় পিঁপড়ের প্রাণ,
বাঘ রাজার পিঁপড়ে প্রজা
বেঘরে মরার ভয় পান।
             -------- রঞ্জন গিরি।