তোরা উদ্ভট প্রেমে উপচে পড়িস
রাজনীতির রঙ্গ রসে,
তোরা কাঙ্গাল হয়ে কলঙ্ক খুঁজিস
জংলি জানোয়ার বেশে।


তোরা বাসি রুটির বন্দনা করিস
নেতায় নেতিয়ে পড়ে,
তোরা জঞ্জাল প্রেমে জগদীশ খুঁজিস
অন্যায় আঁকড়ে ধরে।


তোরা শ্রী দেখতে শ্রীমান মারিস
আগামীকে অন্ধ করে,
তোরা ভাবীর ভবি ভাবিস না আর
মমত্ব মারিস পুড়ে।


তোরা প্রীতি বোঝাতে পিশাচ সেজে
ধর্মের ধড়ের খাস রক্ত,
তোরা নগ্ন হয়ে নৃপতির প্রেমে
উন্মাদে হোস উন্মক্ত।


তোরা স্বর্গের সুখ চাইতে গিয়ে
আর্তের আঁতে তুলিস পা,
তোরা সমস্যাকে সুখ ভাবিস
দীনের দীনতায় দিয়ে ঘা।
             -------- রঞ্জন গিরি।