ভীতির দ্বারা ভীত পেতে চাস
পাপীর পাপে করে স্মরণ?
পাপ ধোঁয়াতে পন্ডা কি চাস
মুক্তি পেলেই তো আসবে মরন।
উলঙ্গ হয়ে উলখি আঁকিস
সমাজ শ্রেষ্ঠ শিরোপা পেতে,
শান্তি পেতে শক্তির গর্ব
শুকালে শরীর জ্বলবে ফ্রিতে।
বিরিয়ানির বিরহে কাঁদিস তুই
শালদুধের সান্নিধ্য ভুলে,
তোর স্বর্গবাসে সরম লাগে
নরক হয় নরম তুলতুলে!
সৌদামিনীর সৌন্দর্য্যে তুই
ইন্দু, ইন্দ্রাণীকে করিস লীন,
খোলসের তুই খাতির করিস
খানদানি তোর অতি ক্ষীণ।
হিংসা দিয়ে হৃদ্যতা খুঁজিস
হিম্মত রাখিস পাতলা মনে,
উসকে মানুষ উদারতা দেখাস
উষ্ণ কথার উপার্জনে।
               ---------- রঞ্জন গিরি।