যক এসেছ যমের দ্বারে,
যমকে কিনে রাখবে ঘরে।
যত মরেছে এই কলিকালে,
যক্ষ চায় তার হিসাব খুলে।


রত্ন মানিক সব দেবে সে,
রয়না যেন মৃত্যুর আশে।
রজনী যেন না হয় তাঁর,
রক্তিম রবি  না হয় ছাড়।


লঘু করে যেন দেখে পাপ,
লঙ্ঘন যেন হয় সবার শাপ।
লজ্জা কিসের ঘুষ নিত,
লকার ও সে দেবে ফ্রিতে।


বড় হবি তুই ধন দৌলতে,
বখরা নিয়ে থাকবি মেতে।
বগলি আর কি প্রয়োজন,
বলভদ্র বোতামে উঠবে ধন।


শক্তিটা তোর নিংড়ে নেবে,
শমন করাটা তোর বন্ধ হবে।
শব দেহ আবার প্রান পাবে,
শগর দাঁত তোর ভেঙ্গে যাবে।


ষট কর্ণ তুই করিস না যেন,
ষট কর্মের সে তান্ত্রিক জেনো।
ষড় গুনের ওই তোর রাজনীতি,
ষড়ঙ্গ না থাকবে একরতি!


হক কথা সে সদাই বলে,
হকচকিয়ে যাস না ম'লে।
হকদার সেতো চায় হতে,
হম্বি তম্বি করবিনা তাতে।


"ড়"টা বড় হয়,
"ড়"যদি বর্গের পিছনে রয়।
"ঢ়"ও গাঢ় ময়,
"ঢ়"ধাতু করলে বাক্য জয়।


"য়"এর নাই ভয়,
"য়"দ্বারা হয় শব্দ জয়।
"ৎ"হয় ষোড়শ ব্যঞ্জন বর্ণ,
"ৎ"বসিয়ে প্রথমে না হয় কর্ম।


"ং ঃ"অণুবার হয় অযোগবাহ,
"ং ঃ"নিয়ে যম ও যক খুশী নয় কেহ।
"ঁ"বিন্দু নিয়ে নেই কথা,
"ঁ"বিন্দু ছাড়া চাঁদ পায় ব্যথা।
                -------- রঞ্জন গিরি।