যাতনায় জ্বালাবি মন
যাবনারে তোর ঘরে,
যা-তা তোর মনের গঠন
যাঁতায় পিষে দিবি মেরে।


যাদব-তো তুই নয়রে সখা
যামিনী জমে তোর মনে,
যা-কিছু সব লুটবি আমার
যাবে মান-তো সকল খানে।


যাঁতে যদি তুই কাত করিস
যায়না তবুও মন ছোঁয়া,
যাযাবর হয়ে দিন কাটাবো
যার পর নাই কোন ধোঁয়া।


যাদু করে মোর জাত মারতে
যাকড় কথা বলিসযে তুই,
যাপন করিস তুই অমানিশা
যাই যাই বলে ধরিস ভূঁই।
              -------- রঞ্জন গিরি।