লক্ষী লালসায় লাল জুতোতে
যাঁরা মেরেছে গরীব পিষে,
সেই রক্তের ছাপ পোছাতে আজ
তোদের সুকতালা গেছে খসে।


সুখের আশায় সবুজ জুতো
তোরা ঢুকালি ঢ্যমনার পায়ে,
গরীবের ধনে প্রাসাদ বানিয়ে
ওঁরা নোংরা ঝাড়ে তোদের গায়ে।


এক মিথ্যায় একুশ সাওয়ার
হাজার মিথ্যা দিয়ে ঢাকে,
ওঁরা নাড়ু খেতে নোংরা লোকে
নিনাদ করে মাথায় রাখে।


ওঁরা গোঁসাই সাজে গৈরিকে
পায়ের জুতো মুড়ে খাঁটি সোনায়,
গরীব গাধা ভেবে জড়িয়ে বুকে
তোদের আঁত ঢাকে ভিজে কানায়।


ওই জুতোর মালিক জগত ছুঁতে
যমালয়েও যেতে হয় রাজি,
রঙ বদলায় ওঁরা লাভ খুঁজতে
সদাই গরিবকে ধরে বাজি।


ওই জুতোর রঙে মেতোনারে ভাই
সদা খালি পায়ে ভালো থেকো,
তোদের যুতসই জুতো হবেনা কখনো
জুতো হয় এখন মানুষ খেঁকো।
             -------- রঞ্জন গিরি।