শস্যভরা মাঠ, হলুদ হয়ে আছে রোদ্দুরে ;
কারা যেন আমার খড়ের তৈরি শরীরে
পরিয়ে দিয়েছে চক্কর-বক্কর জামা ;
মাথার জায়গায় ভুসো-মাখানো হাঁড়ি,
হাঁড়িতে আঁকা চোখ, মুখ, নাক...
কঞ্চির তৈরি হাতে একটা খাগের কলম ;
ঝাঁকে ঝাঁকে আসছে চড়াই, ফিঙে, ডোমকাক...
আর ডানায় হাসির ঢেউ তুলে উড়ে যাচ্ছে ;
ঋতুর পর ঋতু-সংহার পড়তে পড়তে
সেজে-গুজে চলেছে পথিকদল...জুড়ি-গাড়ি...
আর আমি সাজিয়ে সাজিয়ে চলেছি
হেমশ্যামানন্দীকল্যাণবর্ণ-অপবর্ণমালা-শব্দ-অক্ষর ...


                        আমার কবি জন্মের রূপান্তর ।