এই গোলাপ আজ তোমাকে দিলাম
শুধু বাষি হলে নিবো আমি
ছ্যাকা টুকু সখি সবাইকে দিয়ে
বধু হলে বুঝি তুমি ।।
কতো হৃদয় হস্তে নিয়ে
তুমি যাও শুশুর বাড়ি
কতো পরাণ ঘুমিয়ে রেখে
অনায়াসে যাও ছাড়ি ।।
তাকিয়ে আছে তোমার পানে
সখি! কতো চেনা ময়দান
কতো বাবার আদরের ছেলে
দিতে চায় দামী প্রাণ ।।
যারা রাত্রীর আধারে প্রেম করেছে
তাদের ভোর হল হাহাকারে
এতো মজনুর ভীড়ের মাঝে
মালা দিলে সখি কারে ?
শুকনো পাতার নূপুর পায়ে
সখি নাচালে কোন আশায় ?
কোন পিরিতের ঝাল মিশিয়ে
দিলে ডোবার জলে ভাসাই ।।
হাজার প্রেমের পরশ নিয়ে
আজ তুমি গৃহ বধু
তোমার প্রেমের রেশটা সখি
যেন ধোয়া হয়ে থাকে শুধু ।।।