ব্যাকুল ছিল এই মনটা আমার,
যেমন হিংস্র সিংহের মতো।
তবে এসেছিলে কেন জীবনে আমার,
সেই সুন্দরী নীল পরীর মতো।
ব্যাথায় শুধু আমায় দিলে,
কভু বাসলে নাতো ভালো।
পরের জনমে আমারই মতো,
তুমিও যেন বাসো কাওকে ভালো।
আর সেও তোমারে তোমারই মতো,
এমনি, দেয় গো প্রেমে ব্যাথা।
ঠিকই বুঝবে তখন কি হারালে,
মুক্ত মানিক হেলায় ফেলার জ্বালা।