হৃদয়ের নাচঘরে আচানক তরুন বাতাস
চৈত্রের দূপুরে বসন্তের ভাঁটফুলে দোল খায়
মেঠোপথে বুনো জলে যেন সোনালী সকাল
আকাশগঙ্গায় উড়ে যায় এক ঝাক বলাকা
জীবনের শস্যক্ষেত,ফুল,ভ্রমরের গুঞ্জরন
পারিজাত প্রকৃতির ঠোটে যেন সবুজতা সুখ
কোলাহল ভেঙ্গে ভেঙ্গে নেমে এল নৈঃশব্দ্য
শান্তি;শেষ কবে নুন মাখা পাহাড়ের বুক চিরে
শীতল ঝর্ণার স্রোত বয়ে গেছে মনে নেই।
আজ মন খারাপের মেঘেরা নেই- কোথাও
আছে শরতের আকাশ আর শুভ্র কাশফুল।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম