প্রতিদিন একটু একটু করে স্বপ্নের পলেস্তারা
বাস্তবতার দেয়াল থেকে খসে পড়ে
হতাশার ভেজানো বাতাসে মনোবলের লোহায়
একটু একটু করে বেদনার মরিচা জমাট বাঁধে
সময়ের একমুখী সিঁড়িগুলো বড্ডো অভিলম্ব
আমার ভীষন কষ্ট হয়,প্রতিদিন একটু একটু করে
নিজেকে মারা যাওয়া দেখতে।
আমার ভীষন কষ্ট হয়, সফলতা আর ব্যর্থতার
সীমান্তবর্তী কাঁটাতারে জীবনের স্বপ্নগুলোকে
অসহায় ঝুলে থাকা দেখতে।
যুগল চোখের বিষন্নতা গাঢ় হতে হতে রাত হয়
অন্ধকার মন সবুজের বন গিলে খায়
একমুঠো হাহাকার শেয়ালের মতো রাতে
হুক্কাহুয়া ডাকে পরস্পর জড়ো হয়।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম