শোষিত বাংলার বুকে যখন তৃষ্ণায় হাহাকার
অত্যাচারের ধোঁয়ায় যখন সন্ধ্যারা নেমে আসে
বৃক্ষরা ছায়া গুটায় নিশ্চুপ শোয় রাত্রির কোলে
বৈষম্যের পোড়া গন্ধে যখন বাতাসের ক্রন্দন
তখন রাত্রির বুকে জোনাকে জ্বলে আশার আলো
রাজপথে পড়ে থাকে জোনাকের বায়ান্নর দেহ।
তারপর জোনাকের আলোগুলো মার্চের রাতেই
আলো বিবর্ধন মন্ত্রে পরিনত হয় চাঁদের  আলোয়
অন্ধকার খসে খসে জেগে উঠে পূর্ণিমার আলো
তখন বাতাসে ভাসে গন্ধরাজ ফুলের সুঘ্রান
আর জোছনা আলোয় চুয়ে চুয়ে পড়ে স্বাধীনতা।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম