.
              আজ মন খারাপের দিন,বড্ড এলোমেলো
              স্মৃতিকে খামচে ধরে আর কতোদিন বলো
              তুমিতো বেশ সুখেই আছো,জীবন রঙ্গীন
              আমিতো বেশ সেকেলে,হয়তবা তুমিহীন!!


              তারপর 'কেমন আছেন?কেমন কাটছে দিন?
              পেয়েছ কি তারে তুমি?খুজেছ যেমন বীণ?


              একাকী আমি যে একা,হবে কি আবার দেখা?
              এত লোক সমুদ্রের স্রোত,তবু একাকিত্বে একা
              ভয় নেই ভয় নেই, এতটুকু শুধু জিজ্ঞেসা
              কতটুকু দূরে গেলে মানুষ হয় না আর একা?


              শুনেছি তোমার স্বামী-তার হাতের অনেক জোর
              পায়ের নীচের মাটি  বেশ শক্ত,তোমার কি সে ভক্ত?
              সুখ পাখিটা পোষ মেনেছে,হয়েছে কি সন্ধি?
              শান্তির খাচায় কতটুকু থাকে বন্দী?


              ভাবছ অনেক এলোমেলো,উন্মাদ -পাগল?
              আচ্ছা কতটুকু-কত?হতাশা আর যন্ত্রনা পান করে
              মানুষ হয় পাগল?