.    


          কতদিন পর মনে নেই,জোছনার স্নানে আজ
          টুকরো টুকরো অন্ধকার গাছের পাতায় দোল খাচ্ছে
          বাতাসের শীতল শরীরে তোমার পুরনো চেনা গন্ধ
          শুধু এতটুকু মনে পড়ে সেদিন শ্রাবনের আকাশে মেঘ ছিল
          দূরালাপনের কথাগুলো ইথারের ভিতর সমুদ্রে ভাসছিল
          আমার ভিতরে তুমি, তোমার তুমিকে আর খুজে পেলে না
          আমিও হারিয়ে ফেলি, আমার তুমিকে তোমার ভিতর।


          অথচ এখন প্রায় এক যুগ, মহাকালের পেটেই হজম হয়েছে
          যুক্তিতর্কের বিছানা 'পরে আবেগের ঘুম ভেঙ্গে গেছে
          আমার চোখের সামনেই, আজ তুমি জোছনার পুকুরের স্নানে
         বাতাসে তোমার খোলা চুলেরই ঘ্রান,আমায় ডাকছে বারবার।


         ব্যস্ততার অজুহাতে ঘরে ফিরি,তখন রাত্রের পঞ্চম প্রহর
          সময়ের ধুলোমাখা বিছানার চাদরটি ঝেরে ফেলি
      একাকিত্বের আয়নায় ভেসে উঠে আমার তুমির মুখ,আৎকে উঠি
          শিয়রের পাশে রাখা স্মৃতির বাত্তি নিভিয়ে ঘুমে পড়ি।।