আমি মানুষ নই!মানুষ হলে
আমার দুটি চোখ থাকতো,
নক্ষত্রের মতো চোখের আলো জ্বালিয়ে
দেখতাম মানুষের ভিতর ক্রন্দন,তার ব্যথা
দেখতাম কতটা শোষন, নিপীড়ন, নির্যাতনে
মানুষ মুষড়ে যায়! আমার চোখ জ্বলতো
ব্যথায় টনটন করতো কিন্তু তা করেনা।


আমি মানুষ নই! মানুষ হলে
আমার দুটি মানবতার হাতই থাকতো
মানবতার হাতে প্রকৃতি ফুলে-ফলে ভরে উঠতো
দুটি এগিয়ে যাওয়ার পরোপকারী পা থাকতো।


আমি মানুষ নই! মানুষ হলে
মানুষের মতো হৃদয়ে মন থাকতো
ব্যথায় ব্যথিত হওয়ার অনুভূতি বিবেককে
আগুনে পোড়াতো
যেমনটি সোনা পুড়ে পুড়ে খাঁটি হয়
তেম্নি বিবেকের অলংকার মানবতার গলায় থাকতো।


আমি মানুষের মতোই,মানুষ নই।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম
০১৭২৩৫৩৫৭২৪